**লাল সবুজের দেশ**
সূচনা-
হূংকার দিয়ে আসল তেরে, শত্রু দিল হানা।
আসল বীর, রূখল দ্বার,
যুদ্বের সূচনা।
* * * * * *
শত্রু বলে-
ধ্বংসের নেশাই মেতেসি আমরা,
পথ থেকে সরে দাঁড়া।
নহিলে তোরা ঝাজড়া হবি,
অস্ত্র বলবে কথা!
বীর বলে-
আমারি খাবি, আমাতেই বাড়বি
ওহে তুই পরগাছা,
কোন সাহসে বলিস তুই, পথ থেকে সরে দাড়া!
অস্ত্র মোদের বাহু, ঢাল মোদের বুক
জোর দেখি কার বেশি,
বুক, নাকি তোর বন্দুক!
শত্রু বলে-
স্বাধীনতা লুটিয়ে নেব,
মিটব তোদের বুটে!
মরণ নেশায় কেমন করে
শান্তি তোদের মেটে?
বীর বলে-
মায়ের চোখের অস্রু মুছে এসেছি ছুটে,
ডরায়-কি-তোর বন্দুক-বুটে!
আপন রতন, করব যতন
রক্তের বিনিময়ে!
শত্রু বলে-
তোদের করি হেলা, ধ্বংস মোদের খেলা;
ধ্বংসেই মজা, ধ্বংস মোদের নেশা;
পথ ছেড়ে দাঁড়া, নইলে-গুলি বলবে কথা!
বীর বলে-
চালা গুলি! চালা খড়গ!
জোর-টাই দেখি তোদের;
পারিস-কিনা এক পা এগুতে,
প্রশ্চাত ফেলে মোদের।
মোদের রক্ত গড়বে সাগর
সবুজের মাঝে এক।
যুগ যুগ ধরে কাটলেও সাতার,
মিলবেনা তার পার!
* * * * * * *
পরিশেষ-
নয় মাস হল গত, কেটে গেল আধার,
বয়ে গেল সাগর, ভাসল হানাদার,
শত শত গুলি হল শেষ।
রইল পরিশেষ, লাল সবুজের দেশ।